সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৮
সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।


নিহতরা হলেন- ফরিদা বেগম এবং তার ২০ বছর বয়সী ছেলে মিনহাজ।


পুলিশ ও স্বজনরা জানান, বাসটিতে ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। সকাল আটটার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।


সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com