
বিষ্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৮ অক্টোবর, সোমবার দু'পক্ষের আইনজীবী দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গ্রেফতারের পর রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরণ ও নাশকতার দায়ে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান। মামলায় জেলার সাবেক দুই মন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইশো/তিনশো জনকে আসামি করা হয়। সেই মামলায় ২৩ নম্বর আসামি ডাক্তার মো. আবু সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]