
দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাঁচা বাজার কুমিল্লার নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খাজনা-টোলের নামে ব্যবসায়ীদের বাধ্য করা হয় টাকা দিতে, এমন অভিযোগের পর টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় বাজারে এসে কর্মকর্তারা জানান নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসার বাজারে উত্তরের জেলাগুলো থেকে আসে শাক-সবজি। এসব সবজি আবার আড়ত থেকে বিক্রি হয় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুরসহ দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে। প্রতিদিন আড়তদার, পাইকারী ভাসমান বিক্রেতা এবং স্থানীয় প্রান্তিক চাষীসহ অন্তত পাঁচ হাজার বিক্রেতা এ বাজারে কাচা শাকসবজির পসরা বসান।
ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই কাঁচা বাজার থেকে শাকসবজি কেনে স্থানীয় বাজারে বিক্রি করেন যে খুচরা ব্যবসায়ীরা, তারাও জানালেন পণ্য কেনার পরও দিতে হয় চাঁদা। এছাড়া পরিবহন টোলের নামেও চাঁদা আদায় করা হয়। টাকা না দিলে মারধর করা হয় ব্যবসায়ীদের।
পাইকারী বাজার থেকে বেশি মূল্যে কেনা হলেই খুচরা বাজারে দাম বাড়ে শাকসবজির। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারী বেশি দামে কেনা হয় বলেই শাকসবজি বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের কাছে।
বুড়িচং উপজেলা সহকারি কমিশনার ভূমি সোনিয়া হক জানান, অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর এবং হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল খাজনার টাকা আদায় বন্ধ থাকবে ।
বিবার্তা/আল মামুন টুটু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]