‘শুধু ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি'
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:২৮
‘শুধু ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি'
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শুধু জুলাই-আগস্টের ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি। আমি দৃঢ়তার সাথে বলছি বিএনপি-জামায়াত ইসলামসহ স্বৈরাচারবিরোধী দলগুলোর দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল এটি। ক্ষমতায় টিকিয়ে রাখতে সারাদেশের ৬২ লক্ষ নেতাকর্মীর নামে ১ লক্ষ ৬৮ হাজার মামলা দিয়েছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার।


২৭ অক্টোবর, রবিবার সকালে ফেনীর গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যৌক্তিক সময়ের কোনো মানে হয় না। ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ১/১১ সরকারের সব সংস্কার পরবর্তী সরকার বৈধতা দেয়নি। আপনাদেরও সেটি মনে রাখতে হবে।


নয়া দিগন্তের জেলা প্রতিনিধি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম বাতেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের প্রমুখ।


এসময় ফেনী বিএনপি, জামায়াত ইসলামী, ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দসহ ফেনীতে কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com