
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় মো. শাহ আলম নামের এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
২৬ অক্টোবর, শনিবার রাতে উপজেলার পাড়েরহাট উমেদপুরের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো: শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং তার বিরুদ্ধে মাদ্রাসায় অনেক দুর্নীতির ও অভিযোগ রয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে থানায় মামলা হয়। ঐ মামলায় আওয়ামী লীগ নেতা মো: শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/শামীম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]