
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টায় নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় স্মরণ সভা ও আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায়, সিদ্দিকুর রহমান তুহীন,যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, কালবেলা প্রতিনিধি মাষ্টার উথান মন্ডল, নয়াদিগন্ত প্রতিনিধি আল আমিন হাজরা যায়যায়দিন প্রতিনিধি মো. মশিউর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি সোহেল খান, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ্ বাপ্পি প্রমূখ।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন নাজিরপুর থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ্।
উল্লেখ্য জাকির হোসেন সাপ্তাহিক পিরোজপুর খবরের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছিলেন।
বিবার্তা/মশিউর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]