সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩২
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যানার ছেঁড়া নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।


২৪ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক।


প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছ ভর্তি–ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার সাঁটায়। তবে কে বা কারা সেসব ব্যানার ছিঁড়ে ফেলে পাশের নর্দমায় ফেলে দেয় বলে অভিযোগ ওঠে।


ব্যানার ছিঁড়ার জেরে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় হলে থাকা কিছু শিক্ষার্থীর কথা–কাটাকাটি হয়। ওই সময় সেখানে থাকা বহিরাগত এক ছাত্রদল নেতাও হলে থাকা ওই শিক্ষার্থীদের আক্রোশের শিকার হন। পরে বহিরাগত ওই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বালুচর ও নয়াবাজার এলাকার মানুষ নিয়ে এসে হলের আবাসিক শিক্ষার্থীদের ধাওয়া দেন।


বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবু সাঈদ জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পরপর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদল ব্যানার সাঁটিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দোসর কিছু শিক্ষার্থী ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। এটা জিজ্ঞেস করতে গেলে ওই শিক্ষার্থীরা ছাত্রদলের কর্মীদের ওপর চড়াও হন।


আবু সাঈদ আরও জানান, ওই সময় সেখানে থাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার একজন বড় ভাইকেও তাঁরা (শিক্ষার্থীরা) ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেন। পরে ওই বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন এবং সংঘর্ষ হয়। এখানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা ছিল না। যাঁরা ব্যানার ছিঁড়েছে, পদ-পদবি না থাকলেও তাঁরা ছাত্রলীগের সমর্থক বলে তিনি দাবি করেছেন।


প্রক্টর জানান, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান দুই ফটকে দলীয় ব্যানার টানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরবর্তীতে কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


অধ্যাপক ড. মোজাম্মেল হক আরও জানান, আজ শুক্রবার সকালে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে যথারীতি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com