
সুনামগঞ্জের মধ্যনগরে মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৩১ মেট্রিক টন ভারতীয় জ্বালানি কয়লা ও একটি স্টিলবডি নৌকাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ অক্টোবর, বুধবার দিবাগত রাতে সদর উপজেলার উব্দাখালী নদীতে অভিযান চালিয়ে স্টিলবডি নৌকাসহ কয়লা জব্দ ও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সালমান মিয়া (২২) ও একই উপজেলার গোলকপুর গ্রামের মো. কাজিম উদ্দিনের ছেলে মো. জামিরুল ইসলাম (২৬)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সজীব রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসছিল। তাদের কাছে আমদানি সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র ছিল না। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]