
সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন বোরো ও রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার পাইকারি ও খুচরা কীটনাশক ডিলার এবং কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সাথে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, পাইকারি ও খুচরা কীটনাশক ডিলার সহ বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার বলেন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ৩২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এছাড়া ধানের রোগবালাই দমনে কৃষকরা যাতে সঠিক মূল্য এবং সঠিক বালাইনাশক পায় সে ব্যাপারে পাইকারি ও খুচরা কীটনাশক ডিলারদের নির্দেশনা দেন।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]