ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৩১
ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন ( ৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের মধ্যনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা সদরের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


জানা যায়, গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক মন্ত্রী এম এ মান্নান সহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।


জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি ওই মামলা দায়ের করেন।


বিবার্তা/শহীদুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com