
ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে দুটি কম্পিউটার হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় কম্পিউটার দুটি হস্তান্তর করে।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
কমিউনিটি বেইজড সার্ভিলেন্স কার্যক্রমে সহায়তায় কম্পিউটার দুটি প্রদান করে রেডক্রিসেন্ট। রাজশাহীতে রেডক্রিসেন্ট সোসাইটি হিটওয়েভ নিয়ে নগরীর স্লাম এরিয়ায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় এ প্রকল্পটি নগরীর ৪, ১৬, ১৯, ২৪, ২৮ নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে সহযোগিতা করাই রেডক্রিসেন্টকে ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মহোদয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মোবারক হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ হোসেন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়ের, জার্মান রেডক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন, ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার ডা. আরিফা হাসনাত আলী, প্রকল্পের ইউনিট অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার ডা. শাহনেয়াজ রশীদ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]