
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টার ভেতর টমটম চালক আবুল খায়েরকে নির্মমভাবে খুনের সাথে জড়িত জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।
জসিম উদ্দিন উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রাথমিকভাবে জসিম উদ্দিন পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাই করার উদ্দেশ্যে সে ও তার সাথে আরও চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের (৩০) কে চা বাগানের ভেতর নিয়ে খুন করে।
এ ঘটনায় পুলিশ তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান, সারা রাত তার ভাইকে খোঁজে পাচ্ছিলেন না। সকাল বেলা তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানের ভেতর ১১ নং সেকশনে গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে ও বুকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। এসময় তার ভাইয়ের টমটমটি পাওয়া যায়নি। তার ধারণা ছিল টমটমটি চুরি করে বা অন্য কোন উদ্দেশ্যে কেউ তার ভাইকে খুন করেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) মোবারক হোসেন খাঁন জানান, তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনি জসিমকে আটক করতে সক্ষম হই। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
উল্লেখ্য, টমটম চালককে গত সোমবার রাত ১১ টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়। তারপর তাকে খুন করা হয়।
বিবার্তা/রিয়ন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]