
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।
১৫ অক্টোবর, মঙ্গলবার রাতে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেন বাবুর বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।
বাবুর স্ত্রী মনোয়ারা বিবি জানান, মঙ্গলবার সন্ধায় বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান তাদের সয়ন ঘরের বাহিরে থেকে শিকল আটকানো। এসময় প্রতিবেশির লোকজনদের ডাকাডাকি করে শিকল খুলে গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা কেটে ২টি গরু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, গরু ২টির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/সাহাজুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]