ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর সভার এক নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হানিফ খাঁনের স্ত্রী শাহানাজ খাতুন (২৮) গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
১২ অক্টোবর, শনিবার বিকালে পৌর এলাকার দুধসরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন সন্তানের জননী গৃহবধূ শাহানাজ পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী হানিফ খাঁন জানান, আমার বড় মেয়ে ঢাকাতে একটি মাদ্রাসায় লেখা পড়া করে। দুই দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে। শনিবার মেয়ে ঢাকাতে চলে যাবে। সে কারনে বাজার থেকে মাছ মাংশ নিয়ে আসলেও তাকে দেওয়া হয়নি। এসব বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আমি শশুর বাড়িতে যোগাযোগ করে তাদের মেয়েকে নিয়ে যেতে বলি। বিকালে আমি বাসা থেকে চলে আসার পর জানতে পারি আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আছে। পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পাচ্ছে না। খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্ত্রীকে খাটের উপর ফ্যানের সাথে কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে মরদেহ নিয়ে যায়।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]