পাওনা টাকা চাওয়ায় পিতাকে পুত্রের হেনস্তা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২২:৪৭
পাওনা টাকা চাওয়ায় পিতাকে পুত্রের হেনস্তা
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাওনা টাকা চাওয়ায় পিতাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ি গ্রামে।


এ ঘটনায় আব্দুল জব্বার (৬৫) বাদী হয়ে ছেলে ও ছেলের বউকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, সিদ্দিক মিয়া ও তার স্ত্রী সরুপা আক্তার।


অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে সিদ্দিক মিয়াকে আলাদা বাড়ি ক্রয় করে দেন আব্দুল জব্বার। পরবরর্তীতে বাড়িতে মাটি কাটার জন্য দুই লাখ টাকা এক বছরের জন্য হাওলাদ দেন। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বউয়ের পরামর্শে টাকা টালবাহানা করতে থাকে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যদের নিয়ে শালিস বৈঠক করেও টাকা পাননি। গত সোমবার টাকা চাইতে গেলে কোন প্রকার কর্ণপাত না করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে সিদ্দিক ও তার স্ত্রী সরুপা আক্তার এলোপাথাড়ি আঘাত করে জখম করে। ডাক চিৎকার শুনে আব্দুল জব্বার কে আশপাশের লোকজন এসে ছেলে ও ছেলের স্ত্রীর হাত থেকে রক্ষা করে। সিদ্দিক মিয়া এসময় হুমকি দিয়ে বলে আর কোনদিন টাকা চাইলে খুন করে ফেলব।


অভিযুক্ত সিদ্দিক মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


তদন্তকারী কর্মকর্তা এসআই বদিউজ্জামান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শহীদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com