শারদীয় দুর্গাপূজায়
শ্রীমঙ্গলে প্রতিবছরের ন্যায় এবারও কুমারী পূজা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ২১:৪৫
শ্রীমঙ্গলে প্রতিবছরের ন্যায় এবারও কুমারী পূজা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় প্রতিবছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।


১০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে প্রতি বছরের ন্যায় এবার ও উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।


সকাল থেকে কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভিড় করেন এখানে। ৭ বছরের কুমারী অর্পা চক্রবর্তীকে এবার দেবী দূর্গার মালিনি রুপে পূজা করা হয়। অর্পা উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়ে। দুপুর ১২ টার দিকে কুমারী শিশুকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরোহিতরা। পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়।


আয়োজকরা জানান, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রুপের পূজা। ১ বছর থেকে ১৬ বছর বয়সের নারী শিশুকে দেবী রুপে পূজা করা হয়ে থাকে।


প্রতিবছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আরাধনা করলে তা পুর্ণ হয়। এই বছর ২৭তম আয়োজন তাদের।


জেলার কমলগঞ্জ উপজেলা থেকে কুমারী পূজা দেখতে আসা মনিকা রানী বলেন, এ বছর পূজোর তিথি খুবই অল্প। সাধারণত পূজার ২য় দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর প্রথম দিনেই হয়ে যাচ্ছে।আমরা শ্রীমঙ্গল ঘুরতে এসে খবর পাই এখানে কুমারী পূজা হচ্ছে তাই চলে এসেছি।


শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের প্রভাষক অনিরুদ্ধ সেন গুপ্ত বলেন, সনাতন ধর্মে নারীদের দেবী রুপে সম্মান জানিয়ে পূজা করে আসছে। তারই একটি অনুসঙ্গ হচ্ছে শারদীয় দুর্গা পূজার এই কুমারী পূজা। কুমারী পূজার মাধ্যমে আমরা সবাইকে একটি বার্তা পৌছে দিতে চাই যে, নারী কখনোই পিছনে থাকতে পারে না। নারীরা দেবী শক্তি, নারী অসুর বিনাশী, নারীরা জাগলেই পুরো বিশ্ব জাগবে এবং সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে।


শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির যুগ্ম সম্পাদক রজত চক্রবর্তী বলেন, মানুষের মধ্যেই মা দুর্গা রয়েছেন, এই বোধটাকেই সাধারণ মানুষের প্রচার করার জন্য কুমারী পূজা শুরু করা হয়েছিলো। আমাদের শাস্ত্রে কুমারী পূজা করার নিয়মনীতি বলা আছে। কুমারীরা হচ্ছে পবিত্রতার প্রতিক। কুমারী পূজা করলে মা দুর্গারই পূজা করা হয়।


বিবার্তা/রিয়ন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com