
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এক আওয়ামী লীগ নেতার আত্মীয়ের বাড়ির গেইট নির্মাণের কারণে এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা প্রায় ১০ বছর ধরে বন্ধ হয়ে আছে। বিকল্প হিসেবে এলাকার লোকজন বিদ্যালয়ের মাঠ দিয়ে যাতায়াত করেন। বিদ্যালয় চলাকালে লোকজন যাতায়াতের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আখাউড়া-চান্দুরা সড়ক হয়ে যাওয়ার পথে খড়মপুর মাজার শরিফ। যেখানে থেকে ডান পাশেই আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের বড় ভাই ফোরকান আহমেদ খলিফার শ্বশুর বাড়ি। আর বাড়ির সামনেই শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়। বাড়ির সামনে ও বিদ্যালয়ের একটি ভবনের পেছন দিয়ে চলাচলের রাস্তা রয়েছে- যেখান দিয়ে আশপাশের এলাকার শত শত মানুষ প্রতিদিন চলাচল করত।
তবে দশক আগে ফোরকান খলিফা প্রভাব খাটিয়ে মাজার এলাকার পথে ঢোকার মুখে তার শ্বশুর বাড়ির সামনে একটি গেইট নির্মাণ করেন। এতে ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এখনো ওই গেইটটি বিদ্যমান। এ গেইট দেওয়ার সুযোগে পাশের বাড়ির বাসিন্দারাও রাস্তার কিছু অংশ দখল করে টিনের বেড়া দিয়ে রেখেছেন।
চলাচলকারীরা ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক সময় ক্লাস চলাকালে মানুষের পাশাপাশি গরু-ছাগলও মাঠের ওপর দিয়ে চলাচল করে। এলাকার লোকজন বাধ্য হয়ে এ পথ ব্যবহার করে। আওয়ামী লীগ নেতা তাকজিল খলিফা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হওয়ায় কেউ এ নিয়ে প্রতিবাদ করতে সাহস পাননি। এখন সাধারণ মানুষের মাঝে এ নিয়ে কানাঘুষা চলছে। ক্ষমতার পালা বদলের কারণে গেইট লাগানো পরিবারটিও এখন অনেকটা নমনীয়।
এ বিষয়ে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সাজিদুল হক বলেন, দুটি এলাকার শত শত মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করত। বেশ কয়েক বছর আগে একটি বাড়িতে গেইট দেওয়ার পর চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ বলেন, বিদ্যালয়ের পেছনের জায়গাটি দিয়ে মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তার পাশাপাশি ড্রেন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। বাড়ির গেইট সরানোর জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। তারা বলেছেন, রাস্তা করার সময় সরিয়ে নেবেন।
বিবার্তা/আকঞ্জি/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]