
বান্দরবান জেলার লামা উপজেলায় ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানটেরিয়ান এইড অপারেশনের অর্থায়নে ‘এন্টিসিপাটরি অ্যাকশন ফর ল্যান্ডস্লাইডস্ কসিং ডিসপ্লেসমেন্ট ফর কমিউনিটিস ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান ডিস্ট্রিকস্ ইন বাংলাদেশ’ প্রকল্পের লঞ্চ এন্ড স্টেক হোল্ডার কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর, বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রজেক্ট কো-অর্ডিনেটর সমন বিজগ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক মো. সামছুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি মো. আব্দুল্লাহ, তাহজিংডং এর কো-অর্ডিনেটর পল রায় প্রমুখ।
সভায় আশিকার দায়িত্ব ও ভূমিকা, এসসিআই-অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের সার্বিক পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য এবং প্রধান ফলাফল, স্থানীয় সম্প্রদায় এবং অংশীদারদের সাথে সম্পৃক্ততা, পূর্ব সতর্কতামূলক কার্যক্রমের জন্য স্থানীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা, সম্প্রদায়ের নেতা, এনজিও এবং সরকারি প্রতিনিধিদের মতামতসহ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ এতে অংশ গ্রহণ করেন।
এসময় প্রকল্পের মিল এন্ড রিপোর্টিং অফিসার উৎসাস চাকমা, প্রজেক্ট অফিসার এন্ড ইনপ্লিনিশন উক্য হাই মার্মা, ফিল্ড ফ্যাসিলেটর ফারজানা ইয়াছমিন ও চাইন থোয়াই মার্মা উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থা সেভ দ্যা সিল্ড্রেন ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সাপোর্টে প্রজেক্ট বাস্তবায়ন করবে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।
এ বিষয়ে প্রজেক্টের কো-অর্ডিনেটর সমন বিজগ চাকমা বলেন, এ প্রকল্পের মাধ্যমে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থানীয় কমিউনিটি এবং প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা হবে। যা ভবিষ্যতে ভূমিধস ও আকস্মিক বন্যা থেকে রক্ষায় সহায়তা করবে। জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলা এসব দুর্যোগের বিরুদ্ধে কার্যকর আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এ প্রকল্পের উদ্দেশ্য বলেও জানান তিনি।
বিবার্তা/আরমান/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]