
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।
৭ অক্টোবর, সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এ বছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকাদের একক সাঁতার, দলগত কাবাডি ও দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিবার্তা/শহীদুল/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]