পৃথক অভিযানে ৪৯৫ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ আটক ৩
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৭
পৃথক অভিযানে ৪৯৫ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পুলিশের এক বিশেষ অভিযানে এক ট্রাক ২৫০ বস্তা চিনিসহ ২ জনকে আটক করা হয়েছে।


বিজয়নগর উপজেলায় থানার পুলিশের এক বিশেষ অভিযানে রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামপুর ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মেজবাউল আলম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১ নং বুধন্তী ইউনিয়নের সাতবর্গ ইসলামিয়া ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে ২ জনসহ ১ ট্রাক ২৫০ বস্তা চিনি আটক করে।


উল্লিখিত, চিনির বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে উক্ত চিনির সঠিক কোন তথ্য তারা দিতে পারেনি। ফলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে চিনি আনয়ন করেছে বিধায় ২ জন আটককৃত ব্যক্তি ১ টি ট্রাকসহ ২৫০ বস্তা চিনি উদ্ধার করে।


গ্রেফতারকৃতরা হলেন, নাজমুল হোসেন (২৪), চক আল্লাদী, ঈশ্বরদ্বী, পবানার সহিদুল ইসলামের ছেলে ও মো. জাকারিয়া হোসেন (২০), চর ভাঙ্গাভাড়ীয়া পাবনার আব্দুল মাজদের ছেলে।


এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সরকারের কর ফাঁকি দিয়ে, এক ট্রাক ২৫০ বস্তা ভারতীয় চিনি, ট্রাক সহ দুইজনকে আটক করা হয়। থানায় মামলার রজু প্রক্রিয়াধীন। আমাদের এরূপ অভিযান অব্যাহত রয়েছে।


অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি ভর্তি ১ টি ট্রাকসহ ১ জনকে গ্রেফতার করে।


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.১৫ ঘটকায় এসআই মনিষ সরকার, এএসআই অর্জুন চন্দ্র রায়, এএসআই কফিল উদ্দিন ফোর্সসহ অভিযান পরিচালনা করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনি ১ টি ট্রাক ভর্তি ২৪৫ বস্তাসহ ১ জনকে আটক করে।


গ্রেফতারকৃতরা হলেন, মো. নূর উদ্দিন (৩৩) হরিপুর, জৈয়ন্তিয়াপুর, সিলেটের মৃত নোমান মিয়ার ছেলে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে সরাইল থানায় গ্রেফতারকৃতদেরসহ আটককৃত ট্রাক ও জব্দকৃত হস্তান্তর করা হয়। মামালা রুজু প্রক্রিয়াধীন।


পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস রিলিজ থেকে এতথ্য জানানো হয়।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com