খাগড়াছড়ি সদর জোন অধিনায়কের মণ্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৪:২০
খাগড়াছড়ি সদর জোন অধিনায়কের মণ্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোন প্রকার আশঙ্কা ছাড়াই সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে খাগড়াছড়িতে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।


৬ অক্টোবর, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি পানখাইয়া পাড়া সড়কে ক্ষতিগ্রস্ত দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখে জড়িতদের বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেন, লুটপাটকারী-চোরদের কোন জাত, ধর্ম নেই। তাদের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটা এবং সংঘাতে জড়ানোই তাদের লক্ষ্য। তাই সকলকে সচেতন থেকে একসাথে পাশাপাশি শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার আহ্বান জানান।


খাগড়াছড়ি বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। তারা নানা সংকট, সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।


বিবার্তা/মামুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com