
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মিজান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গোশাইপাড়া এলাকার মো. আব্দুল হাকিম শেখের ছেলে।
৪ অক্টোবর, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে আরকান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. মিজান শেখ ট্রেন লাইনের উপর দিয়ে হেটে বহরপুর বাজারে দোকানের জন্য পান কিনতে যাচ্ছিল। পেছন দিক থেকে আসা দ্রুত গতির ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ট্রেনটির চালক হন না বাজানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে দাবী স্থানীয়দের।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, বহরপুর স্টেশনের অদুরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধারের জন্য একটি ট্রিম পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত বলতে পারছি না।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]