
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির কাছের একটি পুকুর থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। শাহজাহান মদের নেশায় আসক্ত ছিলেন দাবি করেছে পরিবার।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এ দিন স্থানীয় এলাকায় তাকে অনেকে মদ্যপ অবস্থায় দেখতে পান। পরে তিনি নিখোঁজ হন। শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসঁতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করে।
নিহতের স্ত্রী শিমা বেগমসহ কয়েকজন স্বজন জানান, প্রায় নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। বৃহস্পতিবার তিনি আর বাসায় ফেরেননি। মরদেহ উদ্ধারের পরও মুখে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না, কারো বিরুদ্ধে তাদের অভিযোগ নেই।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, পরিবার জানিয়েছে, বিয়ের আগে থেকে শাহজাহান মদপান করতেন। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে, তাই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]