
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডে ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ জেলা শাখার সমন্বয়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও মো. লোকমান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবু কাউসার, শাহাদাত হোসেন, মো. টিপু, রুবি জাহান, সহকারি শিক্ষক মো. মনির হোসেন, মো. খালেদ হাসান, মো. সাদেকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে সরকারি প্রাথমিকের সহকারি শিক্ষকরা সূতিকাগার হিসেবে কাজ করেন। অথচ সেই শিক্ষকরাই দীর্ঘদিন ধরে নানা ভাবে বৈষম্যের শিকার। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। শিক্ষক হয়েও তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা পাচ্ছেন। তারা আরো বলেন, ন্যায্য দাবি আদায়ে শিক্ষক হয়েও রাস্তায় দাঁড়ানে কেবল শিক্ষকদের জন্যই নয়, বরং জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকরা এই বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবায়নের দাবি জানান।
এর আগে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]