
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এড. মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ অক্টোবর, শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারকৃত অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরী রবিন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন উত্তরা এলাকায় আন্দোলন দমন-পীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃতকে এই আওয়ামী লীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]