
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রবাসী জয়নাল মণ্ডল (৪১) দীর্ঘ প্রায় ১৪ মাস যাবত সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার স্ত্রী সীমা খাতুন (২২) মেডিকেল রিপোর্ট অনুযায়ী ৮ মাসের অন্তঃসত্ত্বা।
প্রবাসী জয়নাল মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মানিক মণ্ডলের ছেলে। অন্যদিকে স্ত্রী সীমা খাতুন একই উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের মুকুল মণ্ডলের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সাল জয়নাল মণ্ডলের সাথে সীমা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের একটি ৭ বছরের ছেলে সন্তানও রয়েছে। জীবিকার উদ্দেশ্যে ২০২০ সালে সৌদি আবর পাড়ি দেন জয়নাল মণ্ডল। ২০২৩ সালের ১৮ জুন প্রথমবারের মতো দেশে আসেন তিনি। বেশ কয়েকদিন দেশে থেকে ওই বছরের ৯ আগস্ট আবার সৌদি আরবে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ বছর ১ মাস ২৫ দিন আগে সৌদিতে গমন করেছেন জয়নাল মণ্ডল।
তাহলে কীভাবে সীমা খাতুন (জয়নাল মণ্ডলের স্ত্রী) ৮ মাসের অন্তঃসত্ত্বা হলেন? এমন তথ্য খুঁজতে গিয়ে জানা যায়, বহরপুর ইউনিয়ন বাঘুটিয়া গ্রামের আবর আলী শেখের (মেম্বার) ছেলে টিটুল শেখের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সীমা খাতুন। এরপর সীমা গর্ভবতী হন। তবে সীমার পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয়রা নগদ ৩ লাখ টাকায় বিষয়টি সমাধান করেন।
সীমা খাতুন বলেন, বর্তমানে আমার গর্ভের সন্তানের পিতা টিটুল শেখ। তবে ৩ লাখ টাকার বিনিময়ে সবকিছুর মীমাংসা হয়ে গেছে। বিষয়টি জানার পর আমার স্বামী জয়নাল মণ্ডল এখন আর আমাকে নিতে চাচ্ছেন না। অন্যদিকে ৩ লাখ টাকা দিয়ে টিটুল আমাকে ছেড়ে দিয়েছেন। আমি এখন নিরুপায়।
বহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবর আলী শেখ বলেন, কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ৮/১০ দিন আগে বসে অর্থের বিনিময়ে বিষয়টির সমাধন করে দিয়েছেন। তারা যা বলেছেন আমি মেনে নিয়েছি। সীমার গর্ভের সন্তান তার মায়ের কাছেই থাকেব এই সিদ্ধান্ত হয়েছে।
জয়নাল মণ্ডল মুঠোফোনে বলেন, আমি প্রবাস থেকে কষ্ট করে স্ত্রী আর সন্তানের পাশে থেকেছি। আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। আমি এখন সর্বশান্ত। আমার সব শেষ হয়ে গেছে!
রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মরিয়ো রেখা দাস বলেন, ঘটনাটি খুবই জটিল। স্থানীয় শালিসে কীভাবে মীমাংসা হলো? সীমার গর্ভে একটি সন্তান রয়েছে? তার স্বামী জয়নাল মণ্ডল প্রবাসে রয়েছেন। তিনি বলেন, আমাদের পরিষদে বিজ্ঞ আইনজীবী রয়েছেন। তাদের সাথে আলাপ করে বিস্তারিত বলতে পারব।
বিবার্তা/মিঠুন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]