সিলেটে রিকশাচালক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৭:৩২
সিলেটে রিকশাচালক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালক হযরত আলী (৩০) হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। দীর্ঘ দশ বছর পর এই হত্যার রায় দেয় আদালত।


৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জায়েদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।


আসামিরা হলেন: সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (২১), দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ (১৯), দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বারীর ছেলে শিপু মিয়া (১৯), দক্ষিণ সুনামগঞ্জের হাজী মুসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্ন (২০) এবং দক্ষিণ সুনামগঞ্জের হরমুজ আলীর ছেলে মো. রুহল আমিন (২০)। এদিকে আদালতে সাক্ষ্য গ্রহণের পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা।


উল্লেখ্য, ২০১৪ সালেন ১৭ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাতের এগারোটার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এরপর দিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের দশ বছর পর বৃহস্পতিবার পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।


মামলার রায়ে খুশি নিহতের পরিবার। পলাতকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com