
রাজবাড়ী সদর উপজেলার বরাটে মালটা বাগানে অবৈধ ভাবে কাটাতারে বৈদ্যুতিক লাইন দিয়ে শিশু মিনহাজ হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মিনহাজের পরিবার ও এলাকাবাসি।
৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকাবাসির আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব ও রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।বিক্ষোভ শেষে রাজবাড়ী জেলা প্রাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টার দিকে ভবদিয়া ফসলী মাঠের মধ্যে ধানক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিহত শিশু মিনহাজুল ইসলাম (১২) ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে। স্থানীয় ব্যবসায়ী মালটা বাগান মালিক মুক্তার সরদার মালটা বাগানের কাটাতারে অবৈধভাবে বিদ্যুতের লাইন দিয়ে রাখে। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল থেকে মিনহাজ নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সকালে মিনহাজের মরদেহ বাগানের পাশের ধানক্ষেতে পড়ে থাকে। বৈদ্যুতিক লাইনে মুক্তার মারা যাওয়ার পর মুক্তার তার লাশ গুম করে রাতে ধান ক্ষেতে ফেলে রেখেছিল বলে অভিযোগ করেন মিনহাজের বাবা আজাদ শেখ।মিনহাজের পরিবার ও এলাকাবাসি বাগান মালিক মুক্তারের ফাঁসির দাবি জানান।
এসময় বরাট ইউনিয়নের পুর্বভবদিয়া ২ নং ওয়ার্ডের সদস্য সহিদুজ্জাৃান রাজা, সংরক্ষিত সদস্য নার্গিস বেগম সহ তন শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]