
রাজবাড়ীতে বৃষ্টি উপেক্ষা করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।
৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা শহরের আজাদী ময়দান থেকে রাজবাড়ী হেফাজত ইসলামের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় বিক্ষোভটি আজাদী ময়দান থেকে শুরু করে প্রধান সড়ক পান্না চত্বর ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
এসময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু ধর্মগুরু মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। অনতিবিলম্বে তাদের ফাঁসির দাবি জানান হেফাজত নেতারা।
সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সঞ্চালনায় সভায় বক্তৃতা দেন জেলা হেফাজত ইসলামের সহ সভাপতি আলাউদ্দিন আল আজাদ জেলা মহা সচিব, পীর সাহেব রসূলপুরী হজরত মাওলানা মাসুম বিল্লাহ নেসারী, জেলা সভাপতি আমীর আলহাজ মাওলানা মো. ইলিয়াস মোল্লা, সহ সাধারণ সম্পাদক ইউসুফ নোমানী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মূসা ও সদস্য আবু উমার রাকিব।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]