
আগামী বুধবার সাভারের আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কতৃপক্ষ।
২ অক্টোবর, বুধবার রাত ১০ টার দিকে বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ার পাওনা পরিশোধের এ আশ্বাস দেন।
বুধবার দুপুরে যৌথবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে এসব তথ্য জানায় শ্রমিকরা। এসময় সব কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।
শ্রমিকরা জানায়, যৌথবাহিনীর সদস্যরাসহ বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ার ও শ্রমিকদের একটি প্রতিনিধিদল আলোচনায় বসে। সন্ধ্যায় যৌথবাহিনী, মালিকপক্ষ, বিজিএমইএ, শ্রমিক সংগঠনের সদস্য ও শ্রমিকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু হয়। আলোচনায় মালিকপক্ষ ২৬ ধারায় আগামী ৯ অক্টোবর (বুধবার) বেতনসহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়।
বার্ডস গ্রুপের এক শ্রমিক জানায়, টানা ৫৩ ঘণ্টা আন্দোলন শেষে সেনাবাহিনীর সহযোগিতায় মালিকপক্ষের সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনা হয়। আলোচনায় আগামী বুধবার ২৬ ধারায় পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নিয়ে সব কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিকপক্ষের একজনকে আটক করা হয়েছে এমন খবর পাওয়ার পর দুপুর ১ টার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। পরে সড়কটিতে যানচলাচল শুরু হয়। পরে সন্ধ্যায় আলোচনা শুরু হলে রাত ১০টার দিকে সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নেয়।
শিল্প পুলিশ জানায়, গেল ২৭ আগস্ট বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে মালিকপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানাগুলো ছিলো বার্ডস আর এন আর ফ্যাশন লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ এন্ড জেড লিমিটেড। পরে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলেও কারখানা কতৃপক্ষ তা আর প্রদান করেনি।
পরে কারখানা বন্ধ করার ফলে তিন মাসের বেতনের দাবিতে সোমবার সকাল নয়টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় পাঁচ হাজার শ্রমিক। যার ফলে মহাসড়কে ৫২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে আজ দুপুর এক টার দিকে যৌথ বাহিনী বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ারকে কারখানায় হাজির করার আশ্বাস দেন।
পরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় চলে যান। পরে ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ার কারখানার শ্রমিকদের আগামী বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাত সাড়ে দশটার দিকে কারখানা থেকে চলে যান।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]