আশুলিয়ায় কঠোর নিরাপত্তায় কারখানা চালু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৪৩
আশুলিয়ায় কঠোর নিরাপত্তায় কারখানা চালু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিল্পাঞ্চল আশুলিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন শ্রমিকরা।


৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ওই সব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে।


নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।


আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর জিরাবো ও কাঠগড়া এলাকায় খোঁজ নিয়ে কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় এখনো সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে বিষয়ে বনিবনা না হওয়ায় ১১ টি কারখানা সকালে ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ।


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা সকালে স্বতফুর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করায় কোথাও কোনো অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি।


বিবার্তা/বাশার/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com