
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে শ্রমিকরা।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ধসে পড়া রানা প্লাজার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন।
এসময় ধসে পড়া রানা প্লাজার নিহত শ্রমিকের পরিবার ও আহতরা অংশগ্রহণ করেন। এসময় তারা সরকারের কাছে ভবন মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন প্রদান করেন হাইকোর্ট। পরে আজ ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনে বুধবার এই স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
বিবার্তা/বাশার/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]