
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে শয়তানখালী খালে নির্মিতব্য সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে ও সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর, বুধবার দুপুরে উপজেলা সদরের মধ্যবাজারে ধর্মপাশা উপজেলার শিক্ষার্থী ও জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থী শরীফুজ্জামান বারি'র সঞ্চালনায় বক্তব্য দেন ব্যবসায়ী মোজাম্মেল হক,আলী নুর, হাবিবুর রহমান, শিক্ষার্থী ফারুক আহমেদ প্রমুখ।
জানা যায় এলজিইডির হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭ মিটার দৈর্ঘ্যের শয়তানখালী সেতু নির্মাণসহ ধর্মপাশা থানার সামনে থেকে বাহুটিয়াকান্দা পর্যন্ত ১৪০০ মিটার সড়ক ও কালভার্ট নির্মাণের জন্য ৯ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ২৬ মার্চ সুনামগঞ্জের মাহবুব এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এলজিইডি এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত সেতুটির ২০ ভাগ কাজ সম্পন্ন হয়নি।এ কাজের তদারকির দায়িত্বে থাকা আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি জানান আশা করা যায় আগামী ৩-৪ মাসের মধ্যে সেতুর কাজ শেষ করা যাবে। দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দীন বলেন, ওয়াটার লেভেল থেকে ৮ ফুট গভীরে বেইজ ঢালাই করতে হবে। কিন্তু সেখানে পানি থাকায় করা যাচ্ছে না।কাজ শুরু করতে আরও কিছু সময় লাগবে।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]