পাটের ব্যাগ ব্যবহারে ক্যাম্পেইন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২১:৫৭
পাটের ব্যাগ ব্যবহারে ক্যাম্পেইন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে দেশে তৈরি পাটের ব্যাগ ফিরেছে বাজারে। পাটের ব্যাগ পরিবেশ বান্ধব, টেকসই ও বহু ব্যবহারযোগ্য। ১ অক্টোবর, মঙ্গলবার থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলো।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায়, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ঢাকার শপিং মলগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করার ক্যাম্পেইন শুরু করেছে।


রাজধানীর কয়েকটি শপিং মলে ক্যাম্পেইন পরিদর্শনে আসেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব.)।


মলে আগতদের মাঝে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বন জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্যাম্পেইনের আয়োজক সহযোগীগণ।


আজকের ক্যাম্পেইন সহযোগী সংগঠন হিসেবে ছিল পিএসও, আইটি বিটস, সিএসডি একাডেমি, ইভেন্ট এক্সপ্রেস ও শাম্মি এন্টারপ্রাইজ।


বিবার্তা/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com