
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকে দেওয়া সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পরে দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন।
এর আগে গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একদল যুবক সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুর করেন। আটককৃতদের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ বহিরাগত যুবকরাও রয়েছে।
এদিকে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে গতকাল নয়টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে পারেনি। এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কথা বলার জন্য বার্ডস গার্মেন্টেসের কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যায়নি।
এদিকে গতকাল দুপুরে আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে কাউসার হোসেন খাঁন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুর একটা থেকে জাবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এসময় তারা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। পরে ঘন্টা খানিক পরে তারা রাস্তা ছেড়ে দেন। গতকাল দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন নিহত হয়। এসময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ জন। এসময় ভাঙচুর করা হয় সেনাবাহিনী ও র্যাবের গাড়ি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন।
এ ঘটনায় শিল্পাঅঞ্চলে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে আজও এখন পর্যন্ত প্রায় ১৪ টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বন্ধ কারখানা গুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া অন্য পোশাক কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]