
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এতে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত, উপজেলা জামায়াত ইসলামীর আমির বোরহান উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফুল আলম আরিফ,পাইকুরাটি পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিন্টু দে পলাশ প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন,ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]