
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
২৮ সেপ্টেম্বর, শনিবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকার কলেজ রোড থেকে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০(০৯)২৪ এর এজাহারনামীয় আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোপেন্দ্র চরন শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের শ্যামা চরন শর্মার ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোপেন্দ্র চন্দ্র দীর্ঘদিন যাবৎ কোচিং এর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। এক পর্যায়ে তার কোচিং এর এক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা পূর্বে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরি করতেন। বিগত ২০১৪ সালে স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানি করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে সে তার স্থায়ী ঠিকানায় চলে যায়। এক বছর পূর্বে সে আবারও শ্রীমঙ্গলে এসে কলেজ রোডস্থের (ডাক বাংলো পুকুর পাড়) একটি বাসার নিচতলায় 'টেকনিক কোচিং একাডেমি' নামে কোচিং ব্যবসা চালু করেন। এর আগেও এই শিক্ষক একই অভিযোগে পুলিশের হাতে আটক হয় বলে জানা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতারের পর রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/কাউছার/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]