
ভারতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসপিয়া মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করে।
সমাবেশে মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, হাফেজ শহীদুল্লাহ, মাওলানা রহিছ উদ্দিন, শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা এসময় মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ নবীজিকে নিয়ে কটূক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ রানের সমর্থনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]