
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের রামপুরের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মাসুক মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তিনি বাড়িতে এসে মুরুব্বি ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করেন। পরে ইউপি সদস্য বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।
বাহুবল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]