পঞ্চম বর্ষে স্বেচ্ছায় রক্তদান সংগঠন সুহৃদ
চার বছরে সুহৃদে রক্তদান ৬৯০ ব্যাগ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২১
পঞ্চম বর্ষে স্বেচ্ছায় রক্তদান সংগঠন সুহৃদ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রক্তদানে সবার আগে এগিয়ে এখন যুবকরা। প্রত্যন্ত এলাকা গুলোতেও যেকোনো সমস্যায় রক্ত প্রয়োজন হলে সবার আগে ছুটে আসেন তারা।


একসময় কেউ রক্ত দান করতে আগ্রহী ছিলেন না, কিন্তু বর্তমান সমাজে যুবকরা বিনা স্বার্থে সবার আগে রক্ত দিতে ছুটে আসেন।


এমনি যে প্রথম রক্ত দেয় সেই আবার অন্য জনকে উদ্ভুদ্ধ করেন রক্ত দিতে। এভাবেই সকলের আগ্রহ বাড়াতে রক্তদানে কাজ করে যাচ্ছেন যুবকরা।


জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্ত দিবো হেসে হেসে’- এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন (সুহৃদ)’র চার বছর ধরে বিনা স্বার্থে রক্তদান করে আসছেন।


পঞ্চম বর্ষে পা রাখলেন এই সংগঠনটি।


বুধবার বিকেলে চিলমারী সরকারি কলেজের শ্রেনীকক্ষে সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।


এসময় বক্তব্য রাখেন, সুহৃদ'র উপদেষ্টা রবিউল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি আরিফ রায়হান, সহ প্রতিষ্ঠাতা রুকুনুজ্জামান রানু ও মেহেদী হাসান শান্ত প্রমুখ ।


সংগঠনটি রক্তদানে যুবকদের এগিয়ে আনতে বা উদ্বুদ্ধ করতে এবং সাধারণ মানুষের যে কুসংস্কার আছে এসব দুর করতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে সেমিনার, ক্যাম্পিং, লিফলেট বিতরণ, রক্ত গ্রুপ পরিক্ষা। এসব প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।


২০২০ সালে ২৬ জন স্থানীয় যুবক মিলে গড়ে তোলেন ‘স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন’ (সুহৃদ) । এরপর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ প্রচার প্রচারণা চালাতে থাকেন সংগঠনটি। এরপর থেকে শুরু হয় তাদের রক্তদান কর্মসূচি। বিভিন্ন সময় ফেসবুক কিংবা মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা, জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে রয়েছে রক্তদানের উদাহরণ রয়েছে। যখন যে ডেকেছেন সর্বাত্বক চেষ্টা চালিয়ে রক্ত জোগাড় করতে সক্ষম ছিলেন সুহৃদ। সংগঠনটি এখন পর্যন্ত স্বেচ্ছায় ৬৯০ ব্যাগ রক্ত দান করেছেন। শুরুর দিকে রক্তদাতার সংখ্যা কম থাকলেও বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা বা রক্তদাতার সংখ্যা একশ’র উপরে গিয়ে দাঁড়িয়েছে।


বিবার্তা/রাফি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com