
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনের নাম রহমত উল্লাহ ও ইমাম হোসেন।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে পৃথকভাবে ক্যাম্প-৪ ও ক্যাম্প ২০ এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহত রহমত ক্যাম্প-৪ ও ইমাম হোসেন ক্যাম্প-২০ এর বাসিন্দা। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।
মো. শামীম হোসেন বলেন, বুধবার ভোররাতের দিকে পৃথকভাবে ক্যাম্প-৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]