লামায় দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ‘স্বপ্ন কানন বিদ্যাপীঠ’ দল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২
লামায় দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ‘স্বপ্ন কানন বিদ্যাপীঠ’ দল
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ‘স্বপ্ন কানন বিদ্যাপীঠ’ এর ৯ম শ্রেণীর ছাত্র চিরঞ্জিব বড়য়ার নেতৃত্বাধীন দল।


‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


‘দেশ প্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’- এই প্রতিপাদ্যের পক্ষে ও বিপক্ষে উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে প্রতিপাদ্যের পক্ষে রানার্স আপ হয় হলি চাইল্ড পাবলিক স্কুল দল।


এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির লামা উপজেলা শাখার সভাপতি এ.এম ইমতিয়াজের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং।


এ সময় দুদকের কক্সবাজার জেলা শাখার সহকারী পরিচালক হুমায়ন বিন আহমদ, সরকারি মাতামুহুরী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হোসেন ও অংথিং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম বিশেষ অতিথি ছিলেন।


বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা দুর্নীতি করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে এই দুর্নীতি রোধ করা সম্ভব।


দুদক কক্সবাজার জেলার সমন্বিত কার্যালয় কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়ন করে বলে জানান, কমিটির সভাপতি এ এম ইমতিয়াজ।


বিবার্তা/আরমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com