
কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাঙামাটি শহরের টিটিসি এলাকায় হ্রদের একটি ঘাটে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- শহরের টিটিসি এলাকার সুভাষ চাকমার মেয়ে স্টেলেনা চাকমা (৫) এবং রূপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা (৫)।
রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেলেনা চাকমা এবং নোবেল চাকমা একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘসময় ধরে তারা ঘরে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বেলা সোয়া ১টার দিকে টিটিসি এলাকার ঘাটে কাপ্তাই হ্রদে শিশুদের স্যান্ডেল ভাসতে দেখা যায়। এতে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে ডুব দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্টেলেনা ও নোবেলকে উদ্ধার করে। পরে দু’জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ওই দুই শিশু হাসপাতালে আসার আগেই মারা গেছে।
এসআই জুলফিকার আলী বলেন, দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]