আখাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন রফিকুল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪
আখাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন রফিকুল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াপাড়া-ঝিকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।


শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।


আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।


এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আখতার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বান্ডুসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মাহবুবুল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা গোয়ালগাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা. শাহিনা আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাকেশ কুমার পাল, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আখাউড়া পৌর এলাকার তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন।


শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকের অনুপ্রেরণা, সহযোগিতা ও পরামর্শে আমার এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণী শিক্ষক।


এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দীন বলেন, পুরো উপজেলার সব প্রধান শিক্ষকদের মধ্যে থেকে বাছাই করে নোয়াপাড়া-ঝিকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com