চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫
চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা।


১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সার গুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে।


পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে।


বিক্ষোভে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা আল-আমীন বলেন, রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল (৩৫) দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। দেশে ছাত্রজনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত পুনরায় সে শ্রমিকদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় শ্রমিকদের নানা প্রকার হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় তারা মঙ্গলবার ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকে বলেন, ছাত্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তারা দেখবে।


বিবার্তা/মোস্তাফিজুর/জেনি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com