ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫০
ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট সংলগ্ন তালতলি ছোট ফেনী নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদীর একাংশে বাঁশ ও বেড়া দিয়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ হচ্ছে স্বেচ্ছাশ্রমে। এতে নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ লক্ষ টাকা।


স্থানীয় এলাকাবাসী জানান, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় গ্রামের সহস্রাধিক লোকের পরিবার রক্ষা করতে হলে দ্রুত এ স্থানটিতে একটি টেকসই বাঁধ নির্মাণ প্রয়োজন। বিগত দিনে এ এলাকার প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়।


মুছাপুর রেগুলেটর নির্মাণের পাশাপাশি এ স্থানে যদি দ্রুত বাঁধ নির্মাণ না করে তাহলে বাকি পরিবারের ঘরবাড়ি অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে। এছাড়া অব্যাহত নদী ভাঙনের ফলে এ জনপদের মানুষদের মাঝে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে। এজন্য রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে ।


স্থানীয় আজিজ উল্লাহ বলেন, যদি এ স্থানে বাঁধ নির্মাণ হয় তাহলে আমাদের এলাকাটা ভাঙন থেকে রোধ হবে। একটি টেকসই বাঁধ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


মো. সবুজ বলেন, হাজার হাজার পরিবার ও জমি রক্ষায় আমরা সোনাগাজী এবং কোম্পানীগঞ্জবাসী অতিদ্রুত মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবি জানাচ্ছি।


সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মানিক বলেন, ভাঙনরোধে রেগুলার নির্মাণের বিকল্প নেই। সে সাথে নদীর সাথে সম্পৃক্ত ডাকাতিয়া খালের মুখসে মাটি ভরাট হয়ে যাওয়ার পানি অপসারণে বিঘ্ন হচ্ছে। খালটি যদি পরিকল্পিতভাবে খনন করা হয় তাহলে ভাঙনরোধে সহায়ক হবে।


স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নদী এখান থেকে ১ কিলোমিটার দক্ষিণে ছিল। এ অঞ্চলের মানুষ রাতে হলে একজনও তাদের বাড়ি ঘরে থাকে না। যদি এখানে একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে নদীটা অন্যদিকে মোড় নিবে হবে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com