
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে দিনব্যাপী ফিজিওথেরাপি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফিজিওথেরাপি ক্যাম্পে শতাধিক নারী ও পুরুষ রোগীকে সেবা প্রদান করা হয় এবং তাদের মাঝে ফিজিওথেরাপি বিভিন্ন ইকুইপমেন্ট বিতরণ করা হয়।
এছাড়াও ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. আবদুল কুদ্দস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাহের উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. শাহ কামাল, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পার্থ কুমার সরকার, ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল, মো. বোরহান উদ্দিন প্রমুখ।
সভায় সেবা গ্রহণকারী, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]