
মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আবারও বাংলাদেশে ঢুকেছেন রোহিঙ্গারা। শনিবার (৭ সেপ্টেম্বর) এক দিনেই নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় ৫০০ রোহিঙ্গা।
সীমান্ত এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ছে।
তারা জানান, রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে (পশ্চিমে) চার কিলোমিটার প্রস্থের নাফ নদ পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। তাই তারা সহজেই নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।
পালিয়ে আসা রোহিঙ্গারা জানায়, রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। শনিবার পালিয়ে আসা এক রোহিঙ্গা জানান, তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবন রক্ষার জন্য তারা সপরিবারে পালিয়ে এসেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]