সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১০
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৫
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১০
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।


শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা কাশেম জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।


বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন।


আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com