
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদের তীর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাংয়ের নাফ নদের মোহনার কেওড়া বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু আহমদের দুই শিশু ছেলে উসমান ও জিহাদ।
স্থানীয়রা জানান, হ্নীলা সুলিশ পাড়া ও হোয়াব্রাং এলাকার নাফনদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খালে দুই শিশুর মরদেহ দেখা যায় । বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করেন৷
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, হ্নীলার সীমান্ত এলাকার নাফ নদে কেওড়া বাগানের খালে দুই শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে প্রশাসনকে জানালে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা ভাই।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]